পাকিস্তান থেকে ঢাকায় ফিরল শান্তদের ‘বিজয়ী’ দল
একটা সফর শেষে দল ঢাকায় ফিরছে, বিমানবন্দর লোকারণ্য হয়ে আছে বরণ করে নিতে তাদের। এমন দৃশ্যের দেখা খুব একটা মেলে না। বরং এর উল্টোটাই দেখা যায় বেশি, যাওয়ার সময় অনেকে বিদায় দিতে আসেন, কিন্তু ফেরার সময়ে খা খা করে বিমানবন্দর।
সেই বিরল কিছু মুহূর্তই গত রাতে দেখা গেল শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সফল পাকিস্তান সফর শেষে গত রাতে দুই দলে ভাগ হয়ে ঢাকায় পা রেখেছেন নাজমুল হোসেন শান্তরা। দুটো ভাগের একটা এসেছে সংযুক্ত আরব আমিরাত হয়ে। অন্য ভাগটি এসেছে কাতার হয়ে।
তবে এই দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি এই সফর শেষেই যাত্রা শুরু করেছেন লন্ডনের উদ্দেশে।
সেখানে চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবেন সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে। আসছে সোমবার শুরু হবে ম্যাচটা। সে ম্যাচ শেষে ভারতের বিপক্ষে সিরিজের শুরুতেই দলের সঙ্গে ভারতে যোগ দেবেন সাকিব।
এই সফল সফর শেষেও বাংলাদেশের খেলোয়াড়দের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। আসছে রবিবার থেকেই আবার নেমে পড়তে হবে লড়াইয়ে। এবার মিশন ভারত সফর। সে লক্ষ্য সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী রোববার থেকে।