ভায়োকানোতে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ
ঘরের মাঠে রায়ো ভায়োকানোর সাথে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। অসংখ্যবার সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জালে বল প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে মাদ্রিদের খেলোয়াড়েরা।
শুরু থেকেই আক্রমণাত্মকভাবেই খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। দলগত শক্তি সামর্থ্য এবং পয়েন্ট টেবিলের বিবেচনায় ভায়োকানোর চেয়ে ঢের এগিয়েই রয়েছে তারা। কিন্তু যতটা সহজ মনে করেছিলো, ভায়োকানোর খেলোয়াড়েরা ততটা সহজভাবে মাদ্রিদকে এগিয়ে যেতে দেয়নি।
শুরুতেই ভালভার্দে একটি সুযোগ পান, ক্লিন্তু গোলরক্ষকের বিচক্ষণতায় বল ফেরত আসে। ৩১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে সুযোগ পেয়েও বল গোলপোস্টের বাইরে দিয়ে উড়িয়ে মেরে সহজ একটি গোল হাতছাড়া করেন ফ্র্যান গার্সিয়া। ঠিক তার কিছুক্ষণ পর বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা জুড বেলিংহামের শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যাওয়ায় তিনিও একটি গোল পাওয়া থেকে বঞ্চিত হন। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে মাদ্রিদ। ৬৭তম মিনিটে অফসাইডের কারণে ভিনিসিউসের গোল বাতিল হওয়ায় দলের মধ্যে হতাশা আরও বেড়ে যায়।
১৭টি গোলশট ও ৬৩ শতাংশ বলের দখল রেখে আধিপত্য বিস্তার করলেও একটি গোলের দেখা পায়নি মাদ্রিদ। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। বর্তমানে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২য় স্থানে রয়েছে তারা, ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।