মাশরাফি-সাকিবের মতো রাজনীতিতে আসা বন্ধ হচ্ছে ক্রিকেটারদের
জাতীয় দলের অধিনায়ক থাকাকালেই মাশরাফি বিন মুর্তজা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। সবশেষ জাতীয় নির্বাচনে একই পথে পা মাড়িয়েছেন সাকিব আল হাসানও। এ কারণে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে দুজনকেই।
তবে তাদের মতো আর কোনো সক্রিয় ক্রিকেটার যেন রাজনীতিতে না জড়াতে পারেন, সে বিষয়ে সুপারিশ করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা করা উচিত। খেলোয়াড়রা যদি অবসরে যাওয়ার পরে রাজনীতিতে যোগ দেন, তাহলে দিতে পারেন। কিন্তু যতক্ষণ খেলা চালিয়ে যাচ্ছেন, তখন রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়।’
কেন উচিত নয়, সেটাও জানালেন তিনি। তার অভিমত, সেটা করলে তা অপেশাদারত্বের পরিচায়কও হয়ে যায়। তিনি বলেন, ‘খেলোয়াড়ী জীবনে রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত নয়। কারণ আমার মনে হয় এতে করে স্বার্থের সংঘাত চলে আসে, পেশাদারিত্বে অভাব দেখা দেয়। এই বিষয়ে আমি আগেই কথা বলেছি।’