আইল অব ম্যানের যে বিব্রতকর রেকর্ডে ভাগ বসাল মঙ্গোলিয়া

আইল অব ম্যানের যে বিব্রতকর রেকর্ডে ভাগ বসাল মঙ্গোলিয়া

২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে মাত্র ১০ রানে অলআউট হয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউটের বিব্রতকর রেকর্ড গড়েছিলো আইল অব ম্যান। যেটার জন্য তারা খেলেছিলো আট ওভার চার বল।

এবার সেই বিব্রতকর রেকর্ডে ভাগ বসাল মঙ্গোলিয়া। মালেশিয়ার বাঙ্গিতে বৃহস্পতিবার সকালে তারা অলআউট হয়েছে ১০ রানে। খেলেছেও পুরো ১০ ওভার। প্রতিপক্ষ সিঙ্গাপুর। এটাও যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন সংগ্রহ। সিঙ্গাপুর ম্যাচ জিতেছে নয় উইকেটে।

আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের কোয়ালিফায়ারে এশিয়া এ অঞ্চলের ম্যাচে  টস জিতে মঙ্গোলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় সিঙ্গাপুর। প্রথম থেকেই দিশেহারা মঙ্গোলিয়া কোনো রান করার আগেই হারায় দুই উইকেট। চার রানে হারায় ছয় উইকেট। সাত রানে হারায় নয় উইকেট।

এরপরেই আসে ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। সেটাও মাত্র তিন রানের। তবে রান না করলেও তাদের অল আউট দশ ওভার লেগেছে সিঙ্গাপুরের। মাত্র তিন রান দিয়ে ছয় উইকেট শিকার করেন হারশা ভারদ্বাজ।

এই রান চেজ করতে সিঙ্গাপুরের লেগেছে ৫ বল। ইনিংসের প্রথম বলেই উইকেট হারালেও পরের চার বলে ১৩ রান তোলে অনায়াসেই। ম্যাচসেরা হন হারশা ভারদ্বাজ।

সম্পর্কিত খবর