সাবেক পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বিব্রত ওয়াসিম
গেল বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। আট মাস পর এবার ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবতে হলো শান মাসুদের দলকে। হতাশাজনক এই হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশটির ক্রিকেট সমর্থক। তীব্র সমালোচনার মুখে পড়েছে পুরো ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের সমালোচনা করেছেন দেশটির বেশিরভাগ সাবেক ক্রিকেটারই। নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস কিংবা ভিডিওবার্তার মাধ্যমে দেশের ক্রিকেটের বর্তমান শোচনীয় পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটাররা। এবার সে তালিকায় যোগ হলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়েছেন এই সাবেক পেসার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।’
পাকিস্তান দলে একাধিক বিশ্বমানের পেসার থাকলেও দীর্ঘদিন তারা ফর্মে নেই, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভালো পারফরম্যান্স করতে পারছেন না কেউই। পিসিবিতে একাধিক পরিবর্তন, দলে অধিনায়কের পরিবর্তন, কোনোকিছু করেই সুফল বয়ে আনতে পারছে না পাকিস্তান। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন ওয়াসিম।
‘ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’