মোরসালিনের গোলে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২০ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৪

ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের কাছে একটা দুঃস্মৃতির মতো। কেননা ২০১৬ সালে এই মাঠেই ভুটানের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপের বাছাইয়ের সেই প্লে-অফ ম্যাচে হেরে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে প্রায় ১৮ মাসের মতো বাইরে ছিল জামালরা। তবে সেই চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের প্রত্যাবর্তনের শুরুটা হলো দারুণ। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে নিলেন শেখ মোরসালিন।

গোলটা অবশ্য এসেছে স্বাগতিক দলের গোলরক্ষক দেনদুপের ভুলে। কর্নার এরিয়া থেকে আসা সহজ এক বল তালুবন্দি করতে ব্যর্থ হ্যন এই ভুটান গোলরক্ষক। সেখানেই সুযোগের পুরো ফায়দা নিয়েছেন মোরসালিন। 

এদিকে ম্যাচের শুরুর একাদশে নেই লাল-সবুজদের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড এখন তপু বর্মণের কাছে। এদিকে গোলপোস্ট সামলাচ্ছেন মিতুল মারমা।

বাংলাদেশ শুরুর একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, শাকিল, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

খেলার দুনিয়া | ফলো করুন :