এগিয়ে থেকেই বিরতিতে বাংলাদেশ
শুরুর একাদশে জামাল ভূঁইয়াকে না দেখা অনেকেই অবাক হয়েছেন বেশ। তার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন তপু বর্মণ। তবে শুরু একাদশ নিয়ে সবার দ্বিধা-দ্বন্দ্ব যেন অনায়াসেই মিটিয়ে দিলেন শেখ মোরসালিন। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত সেই ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে গেল বাংলাদেশ দল।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরুর বাঁশি বাজার পর তখনও সেভাবে আক্রমণে যায়নি রাকিব-মোরসালিনরা। তবে বড় ভুল করে বসেন স্বাগতিক দলের গোলরক্ষক দেনদুপ। সেখানেই ফিরতি বল পেয়ে সেটি জালে জড়াতে কোনো ভুল করেননি শেখ মোরসালিন।
এদিকে শুরুর একাদশে জামালের পরিবর্তে মিডফিল্ডের লোয়ার অংশটা সামলাতে নেমেছেন সোহেল রানা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মিলতে পারে জামালের। গতকালের সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনিই।
এই চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ৮ বছর পর ভুটানের বিপক্ষে নামল বাংলাদেশ। ২০১৬ সালের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল তারা। তবে জবাব দেওয়ার ম্যাচের শুরুটা থাকল রাকিব-মিতুলদের পক্ষেই।