লঙ্কা সফরের জন্য দেশ ছাড়লেন জ্যোতিরা

লঙ্কা সফরের জন্য দেশ ছাড়লেন জ্যোতিরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসও বাকি নেই। প্রস্তুতিতে কমতি রাখার সুযোগ নেই জ্যোতি-নাহিদাদের। তাইতো গন্তব্য এখন শ্রীলঙ্কা। এ দলের মোড়কে জাতীয় দল। ‘এ’ দলের ব্যানার হলেও জাতীয় দলের প্রায় সবাই-ই আছেন। নিয়মিতদের মধ্যে রুমানা ছাড়া সবাই-ই আছেন ১৫ জনের এই স্কোয়াডে।

দুই ওয়ানডে আর পাঁচ টি-টোয়েন্টি খেলতে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কায় উড়াল দিয়েছে রাবেয়ার দল। জ্যোতি স্কোয়াডে থাকার পরও রাবেয়ার দল বলতেই হচ্ছে। কারণ ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড রাবেয়ার হাতে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতেই এমন সিদ্ধান্ত হয়তো।

মেয়েদের বর্তমান এ দলকে নেতৃত্ব দেওয়া আর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া প্রায় একই। এমন দল নিয়ে ক্যাপ্টেনের ভাবনা কী?

আগামী আট সেপ্টেম্বর প্যানাগোডা আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। এরপর দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপ শুরু।

শ্রীলঙ্কার সফরের জন্য বাংলাদেশ এ দল:

রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

সম্পর্কিত খবর