মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
ভুটান সফরে বাংলাদেশের সবচেয়ে বড় শঙ্কা ছিল উচ্চতায়। তা ছাপিয়েও জয়ের আশা মনে মনে ছিলই। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সে আশাটা পূরণ হয়েছে দলের। বাংলাদেশ ভুটানকে হারিয়েছে ১-০ গোলে।
ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় এক সপ্তাহ আগেই সেখানে পৌঁছে গিয়েছিল কোচ হাভিয়ের কাবরেরার দল। প্রথাগত অনুশীলন তো আছেই, সঙ্গে পাহাড়ে হাইকিংয়ের মাধ্যমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চেষ্টাও ছিল দলের। সে চেষ্টাগুলো ফল দিল প্রথম ম্যাচে। শেখ মোরসালিনের একমাত্র গোলে মিলেছে জয়টা।
ম্যাচের একাদশে একটা চমকই তুলে রেখেছিলেন কোচ কাবরেরা। স্প্যানিশ এই কোচের দেওয়া আজকের ম্যাচের একাদশে শুরুতে ছিলেন না জামাল ভূঁইয়া। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলে কোনো দলই না পাওয়া এই খেলোয়াড়ের দুঃসময়টা পিছু নিয়েছে জাতীয় দলেও, এমনটাই মনে হচ্ছিল।
তবে তার ছাপ বাংলাদেশের খেলাতে পড়েনি। শুরু থেকে অবশ্য নিজেদের শক্তি বাঁচিয়ে খেলার চেষ্টা করেছে দলটা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ ফুট ওপরের এক স্টেডিয়ামে খেলার ধকল সামলাতে এ ছাড়া আর উপায়ও ছিল না দলের।
ম্যাচের ৬ মিনিটে অনেকটা সৌভাগ্যবসতই গোলটা পেয়ে যায় সফরকারীরা। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসটা ঠেকাতে গিয়ে বলটা সরাসরি মোরসালিনের পায়ে তুলে দেন ভুটান গোলরক্ষক। সেখান থেকে ফাঁকা জালে বলটা জড়াতে অসুবিধা হয়নি তার। এর ফলে প্রায় ১০ মাস পর জাতীয় দলে গোলের দেখা পান তিনি।
এরপর রাকিব হোসেন আবারও নজরে এসেছেন মাঠেই পড়ে গিয়ে। বাফুফে জানাচ্ছে, চোটের কারণে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। তবে তাকে মাঠের বাইরে নিতে স্ট্রেচার নিয়ে ভেতরে আসা কর্মীও মাঠের মাঝে পড়ে যান।
তবে ম্যাচের বাকি অংশে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। বাংলাদেশ এক গোল সামলেছে শেষ পর্যন্ত। গোলরক্ষক মিতুল মারমাকে দিতে হয়েছে একাধিক সেভ। শেষমেশ বাংলাদেশ মাঠ ছাড়ে ১-০ গোলে জিতে।