ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট

ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট

দ্য হান্ড্রেড- টুর্নামেন্টের ম্যাচে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। আশা করা হচ্ছিল চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মাঠে ফিরবেন তিনি। তবে চোট থেকে পুরোপুরি না সেরে ওঠায় তাকে বাদ দিয়েই অজিদের বিপক্ষে মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। বাটলারের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফিল সল্ট।

চলতি মাসের ১১ তারিখ থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেখানে দলকে নেতৃত্ব দিবেন সময়ের অন্যতম সেরা ওপেনার ফিল সল্ট।

অলরাউন্ডার জেমি ওভারটনকে বাটলারের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে। যদিও তিনি শুধুমাত্র ব্যাট হাতেই মাঠে নামতে পারবেন। কারণ পিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাই বোলারের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি জেমি।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আশাবাদী যে ওডিআই সিরিজে বাটলারকে দলে পাওয়া পাওয়া যাবে। সবগুলো ম্যাচ না খেলতে পারলেও একটি বা দুটি ম্যাচে তিনি মাঠে নামবেন।

উল্লেখ্য যে, বিগত চার বছরে তৃতীয়বারের মতো ইনজুরির শিকার হয়েছেন বাটলার। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার নিজের ফিটনেস ধরে রেখে আর কতদিন ইংল্যান্ড দলের হয়ে মাঠে নামতে পারবেন তা নির্ভর করছে দলের চিকিৎসকের পরবর্তী বার্তার ওপর।

সম্পর্কিত খবর