দি মারিয়ার বিদায়ের দিনে আর্জেন্টিনার সহজ জয়
আনহেল দি মারিয়া আগেই অবসর নিয়েছিলেন। তবে সে ম্যাচটা ঘরের মাঠে ছিল না। তাই মনের কোণে কোথাও একটু আফসোস থাকলেও থেকে যেতে পারত। সর্বজয়ী নায়ককে কেন আর্জেন্টিনা সে আক্ষেপ নিয়ে থাকতে দেবে? কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা তা দেয়ওনি।
ম্যাচটায় পরিবার নিয়ে দি মারিয়া হাজির হয়েছিলেন এস্তাদিও মনিউমেন্তালে। খেলা শুরুর আগে দারুণ একটা বিদায়ী অনুষ্ঠান করে তারপরই তাকে সম্মাননা জানিয়েছে আর্জেন্টিনা। এরপর চিলির বিপক্ষে ম্যাচেও জিতল ৩-০ গোলের বড় ব্যবধানে।
নিজেদের মাঠে অবশ্য আর্জেন্টিনা প্রথমার্ধে গোলের দেখা পায়নি। অপেক্ষা করতে হয়েছে ৪৮ মিনিট পর্যন্ত। দারুণ এক বিল্ড আপ শেষে লাওতারো মার্তিনেজের ডামিতে বোকা বনে যায় চিলির রক্ষণ। সে গোলটা শেষমেশ লুফে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
৮৪ মিনিটে দ্বিতীয় গোলটা আসে হুলিয়ান আলভারেজের পা থেকে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোলটা করেন তিনি। এরপর যোগ করা সময়ে পাউলো দিবালা কোণাকুণি শটে করেন তৃতীয় গোলটা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ের ফলে আর্জেন্টিনা কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে জাঁকিয়েই বসল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দুইয়ে থাকা উরুগুয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫। ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে।