২০ বছর ও ১৪০ ম্যাচ হারের পর অবশেষে জিতল সান মারিনো
ফিফা র্যাঙ্কিংয়ের সবশেষ দলটি সান মারিনো। অবশ্য এই অবস্থান এমনি এমনিই হয়নি। ২০ বছর ও ১৪০ ম্যাচ ধরে জয়হীন। তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। এলো বহুল প্রতীক্ষিত জয়। লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে ২০ বছর পর কোনো ম্যাচ জিতল সান মারিনো।
উয়েফা নেশন্স লিগের একদম তলানির ধাপ ‘ডি’ লিগের ম্যাচে এই জয়ের দেখা পায় সান মারিনো। দ্বিতীয়ার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন নিককো সেনসোলি।
এর আগে সবশেষ কোনো ম্যাচ জিতেছিল সান মারিনো। ২০০৪ সালের সেই ম্যাচটিও ছিল লিখটেনস্টাইনের বিপক্ষে। সেটি ছিল দলটির ইতিহাসের প্রথম জয়। অবশ্য সেটি ছিল প্রীতি ম্যাচ। এবার তাদের হারিয়েই ইতিহাসে দ্বিতীয় জয় এবং প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের দেখা পেল সান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ে ২১০টি দেশের মধ্যে একদম তলানির দল সান মারিনো। লিখটেনস্টাইনের অবস্থানও সেদিকেই, ১৯৯তম। উয়েফা নেশনস লিগ মোট চারটি ধাপে খেলা হয়। সেখানে সবার তলানিতে থাকা ৬ দল খেলে ধাপ ‘ডি’-তে। সেখানে আবার গ্রুপ দুটি। তার মধ্যে গ্রুপ ‘ওয়ান’-এ সান মারিনো, লিখটেনস্টাইন ছাড়াও আছে জিব্রাল্টার। গ্রুপ ‘টু’-এর তিন দল অ্যান্ডোরা, মাল্টা ও মলডোভা।