পাকিস্তান সফরের ভেন্যু নিয়ে ধোঁয়াশায় ইংলিশরা

পাকিস্তান সফরের ভেন্যু নিয়ে ধোঁয়াশায় ইংলিশরা

বাংলাদেশের পর এবার পাকিস্তানে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। এবং তাদেরও পড়তে হচ্ছে ভেন্যু বিড়ম্বনায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই দিন আগে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে নেওয়া হয় রাওয়াপিন্ডিতে। এবার ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো কোথায় হবে, এ নিয়ে জেগেছে ধোঁয়াশা ইংলিশ দলে। সিরিজ শুরু হতে এখনো মাসখানেক সময় হাতে থাকলেও এমন বিড়ম্বনায় থাকতে চায় না রুট-আর্চাররা। তারা পরিষ্কার জানতে চায় ম্যাচগুলো কোথায় হবে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম তো বলছে, ম্যাচগুলো অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হতে পারে। তবে সবকটি নয়। সিরিজের শেষ দুই টেস্ট সরে যেতে পারে। সিরিজের তিনটি ম্যাচের প্রথমটি হবে মুলতানে। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে ম্যাচটা। এরপর করাচি আর রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল সিরিজের বাকি দুই টেস্ট।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শেষ দুই টেস্টের ভেন্যুতে শুরু হয়ে গেছে পুনর্নির্মাণের কাজ। সে কারণে পরের দুই টেস্ট সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই কারণে বাংলাদেশ সিরিজের ভেন্যু সরে গিয়েছিল। এবার ইংল্যান্ডের ম্যাচ যদি সরে যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় চলে যাওয়ার সম্ভাবনা আছে।

এদিক এমন দোটানায় থাকতে চায় না ইংল্যান্ড। কেননা এর ওপর নির্ভর করছে তাদের দল ঘোষণার মতো গুরুত্বপূর্ণ কাজ। এই প্রসঙ্গে ইংলিশদের বর্তমানের তিন ফরম্যাটের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আমরা জানি না কোথায় হবে ম্যাচ। তবে পুরোপুরি জানার আগ পর্যন্ত আমরা একটা দল ঘোষণা করতে পারব না। আগামী দুই দিনের মধ্যে যদি জানতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। তখন আমরা বসে ঠিক কন্ডিশন, ঠিক প্রতিপক্ষের জন্য ঠিক দলটা ঘোষণা করতে পারতাম।’

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন টেস্টের সিরিজটা শুরু হবে আগামী ৭ অক্টোবর। এরপর দ্বিতীয় টেস্ট শুরু ১৫ অক্টোবর এবং শেষ টেস্ট শুরু ২৪ অক্টোবর।

সম্পর্কিত খবর