বাংলাদেশের সাবেক কোচকে দলে টানল নিউজিল্যান্ড

বাংলাদেশের সাবেক কোচকে দলে টানল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড তাদের কোচিং প্যানেলে রদবদল করেছে। সাবেক বাংলাদেশ স্পিন কোচ রঙ্গনা হেরাথকে কোচ হিসেবে যোগ করেছে দলে। সঙ্গে ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাথোড়কেও ব্যাটিং কোচ হিসেবে দলে টেনেছে।

আফগানিস্তানের বিপক্ষে দিল্লির অদূরে বৃহত্তর নইডায় একটি টেস্ট খেলবে কিউইরা। এরপর শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের সিরিজ খেলবে দলটা। এই সিরিজের আগে দলে এই পরিবর্তন আনল দলটা।

এর আগে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তবে তিনি পিসিবির নতুন ঘরোয়া প্রতিযোগিতায় মেন্টরের ভূমিকার জন্য নিউজিল্যান্ডের পদটি ছেড়ে দেন। তার জায়গায় হেরাথকে নিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘রঙ্গনা আর বিক্রমকে আমাদের টেস্ট গ্রুপে যোগ করে আমরা রোমাঞ্চিত। দুজনই বিশ্বক্রিকেটে বেশ উঁচু মানের কোচ হিসেবে পরিচিত। আমি জানি আমাদের খেলোয়াড়রা তাদের সঙ্গে কাজ করে তাদের কাছ থেকে শিখতে মুখিয়ে আছে।’

সম্পর্কিত খবর