অবহেলার মিছিলে হারিয়ে যেতে থাকা এক লেগস্পিনার
যে দেশে গুনীর কদর হয় না সে দেশে গুনী জন্মায় না। বাংলাদেশ ক্রিকেট দলেও এর ব্যতিক্রম না। দেশের ক্রিকেট ইতিহাসে এমন বেশ কিছু নাম আছে, যাদের নাম লেখা হয়েছে অবহেলার মিছিলে, হারিয়ে গেছেন অচিরেই। নিজের সামর্থ্য প্রমাণ করেও জাতীয় দল থেকে তাঁরা ব্রাত্য। দেশের ক্রিকেটে ঠিক এমনই এক নাম আমিনুল ইসলাম বিপ্লব।
বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার কিংবা অফস্পিনারের স্বর্গ ক্ষেত্র। প্রতিটি বিভাগেই এমন ধরণের বেশকিছু স্পিনারের দেখা পাওয়া যাবে। তবে এদেশে লেগস্পিনারের উত্থান হয় কালেভদ্রে। লেগস্পিনার হিসেবে ঠিক এমনভাবেই উত্থান হয়েছিল আমিনুল ইসলাম বিপ্লবের। কিন্তু দেশের ক্রিকেটে লেগস্পিন বিপ্লব ছড়ানোর আগেই তাকেও হারিয়ে যেতে হয়েছে।
২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে আমিনুল ইসলাম বিপ্লবের। অভিষেক ম্যাচে ১৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। পরবর্তীতে যখনই বাংলাদেশের হয়ে সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১০ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, ইকোনমি রেট ৮ এরও কম। মডার্ন ডে ক্রিকেটের হিসেবে যা যথেষ্ট মানানসই। কিন্তু হঠাৎ করেই ২০২১ এর পর জাতীয় দল থেকে বাদ দেয়া হয় বিপ্লবকে। এমনকি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ২৬ রান দিয়ে তুলেছিলেন ১ উইকেট।
বর্তমানে মিরপুরের দলের অনুশীলন ছাড়া খুব বেশি একটা দেখা যায় না বিপ্লবকে। অবশ্যই দেখা যাবেই বা কি করে? খুব বেশি একটা খেলার সুযোগ পাননা, নিজেকে প্রমাণের মঞ্চ পান না। তাইতো একটা কথা নির্দ্বিধায় কিন্তু বলাই যায়, বাংলাদেশ লেগস্পিনারের যত্ন নিতে জানে না।