ব্যাটে ছন্দে ফেরাতে বাবরকে বিয়ে করার পরামর্শ 

ব্যাটে ছন্দে ফেরাতে বাবরকে বিয়ে করার পরামর্শ 

ব্যাট হাতে বেশ লম্বা সময় ধরেই ফর্মে নেই বাবর আজম। সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের চার ইনিংসে তার মোট রান ৬৪। এমনকি টেস্টে সবশেষ ফিফটিটা হাঁকিয়েছেন প্রায় ২১ মাস আগে। তাই তো বাবরের ব্যাটিং নিয়ে এখন ক্রিকেট পাড়ায় চলছে বেশ আলোচনা। অনেকে আবার বিভিন্ন টোটকা বাতলে দিয়ে পাশেও দাঁড়াচ্ছেন। অধিনায়কত্বটাও ছাড়তে বলেছিলেন অনেকেই। তবে সেটি করেও নিজের ফর্মটা ফেরাতে পারেননি পাকিস্তানের এই তারকা ব্যাটার। 

ক্যারিয়ারের এই কঠিন সময়ে এবার ভিন্নধর্মী এক টোটকা দিলেন বাসিত আলী। ব্যাট হাতে বাবরকে ছন্দে ফিরতে বিয়ে করার পরামর্শ দিলেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। 

নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে নিয়ে বাসিত আলী বলেন, ‘বাবর আজম, তোমার মা–বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। আমি জানি, যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না, তখন কেমন অনুভূতি হয়। আমি বাবরের মা-বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন।’ 

টেস্টে এখন পর্যন্ত সবশেষ ১৬ ইনিংসে কোনো ফিফটির দেখা পাননি বাবর। তিন ফরম্যাট মিলিয়ে সবশেষ ৩৫ ইনিংসে নেই কোনো সেঞ্চুরি।

বাসিত আলী এমন মন্তব্যকে সমালোচনার কাতারেই ফেলা যায়! এদিকে কেবল বাবরেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বাংলাদেশের বিপক্ষে এমন হারের জন্য ধুয়ে দিলে পাকিস্তান দলকে। এমনকি প্রয়োজন কেবল নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পরামর্শ দিলেন। ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। ওরা এর চেয়ে নিচে নামতে পারে না। এখন তাদের জেগে উঠে চোখ মেলতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো।’

সম্পর্কিত খবর