জিম আফ্রো টি-টেন লিগেও ডাক পেলেন রিশাদ
ফ্রাঞ্চাইজি লিগে রিশাদ হোসেনের জয়জয়কার। এবার ডাক পেলেন জিম আফ্রো টি-টেন লিগেও। জিম্বাবুয়ের ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের জন্য রিশাদকে সরাসরি দলে ভিড়িয়েছে হারারে বোল্টস।
এদিকে চলতি মাসের শুরুতেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরও একটি সুখবর পেয়েছিলেন রিশাদ। ১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের আসন্ন আসরের ড্রাফট থেকে রিশাদকে দলে নেয় হোবার্ট হারিকেনসে। তবে সেই সময় বিপিএলেরও সূচি থাকায় বিগ ব্যাশে খেলা নিয়ে কিছুটা বাগড়া পড়তে পারে রিশাদের।
জিম আফ্রো টি-টেন লিগে সেই বাঁধাটা আসবে সম্ভাব্য ভারত সিরিজের জন্যই। জিম্বাবুয়ের সেই টুর্নামেন্টটির এবারের আসর শুরু ২৯ সেপ্টেম্বর। এদিকে সেই সময় বাংলাদেশ দল থাকবে ভারত সফরে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর থেকে। তবে সব মিলিয়ে বিসিবির ছাড়পত্র পেলে জিম আফ্রো টি-টেন লিগ দিয়ে প্রথমবারের মতো কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলবে রিশাদ।
জিম আফ্রোতে প্রথম আসরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফেলোজের হয়ে এবং তাসকিন বুলাওয়ে ব্রেভসে।
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে রিশাকে নিয়ে এতো চাহিদা মূলত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ পারফর্মের মধ্য দিয়েই। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবারের আসরে তিনি ৭ ম্যাচে নেন ১৪ উইকেট, যা আসরের পঞ্চম সর্বোচ্চ। বিশ্বকাপ নিজেকে দারুণভাবে মেলে ধরার পরপরই গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পেয়েছিলেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। তবে তখন (জুলাই) বাংলাদেশে চলমান অস্থির অবস্থা এবং ভিসা জটিলতার কারণে সেখানে খেলা হয়নি রিশাদের। এবার জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টের জন্য এই মুহূর্তে অনিশ্চিত জিম আফ্রো ও বিগ ব্যাশে খেলাও।