ব্রাজিলকে জেতালেন রদ্রিগো
শেষ কিছু দিনে ব্রাজিল ছন্দে ছিল না মোটেও। সবশেষ ম্যাচে হেরেছিল পেনাল্টি শ্যুটআউটে। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে।
তবে সেই ব্রাজিল অবশেষে জয়ে ফিরেছে। রদ্রিগো গোয়েজের একমাত্র গোলে তারা নিজেদের মাঠে ইকুয়েডরকে হারিয়েছে ১-০ গোলে।
ম্যাচের ১২ মিনিটে একটা সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। প্রতিপক্ষ গোলরক্ষককে প্রেস করে ভুল করিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে বলটা শেষমেশ আর জালে জড়ায়নি।
ব্রাজিল গোলের জন্য অপেক্ষা করেছে ২৯ মিনিট পর্যন্ত। লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকেই শট নেন রদ্রিগো। তবে শটটা প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে ধোঁকা দেয় প্রতিপক্ষ গোলরক্ষককে। এরপর তা গিয়ে আছড়ে পড়ে জালে।
বিরতির একটু আগে প্রতি আক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু শেষমেশ তা আর কাজে লাগাতে পারেনি দলটা।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসও সুযোগ পেয়েছিলেন গোলের। তবে সেটাও শেষমেশ কাজে লাগানো হয়নি ব্রাজিলের। যার ফলে রদ্রিগোর ওই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ের ফলে ব্রাজিল কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে উঠে এল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১০। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট সমান ম্যাচে ১৮।