এবার রেকর্ড ইংলিসের, সিরিজ জিতল অস্ট্রেলিয়া
স্কটল্যান্ড সফরটাকে যেন রেকর্ড গড়ার মঞ্চই বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ট্র্যাভিস হেড আর মিচেল মার্শের রেকর্ডগড়া এক জুটির দেখা মিলেছিল। এবার দেখা গেল জশ ইংলিসের এক রেকর্ড। তিনি করলেন সেঞ্চুরি, আর তাতে ভর করেই অস্ট্রেলিয়া ৭০ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজ জিতে গেছে স্কটল্যান্ডের মাটিতে।
প্রথম ম্যাচে ঝোড়ো ৮০ রানের ইনিংস খেলে হেড গত রাতে শুরুতেই ফেরেন। এরপরই ইংলিস-শোর শুরু। সাতটি করে ছক্কা আর চার হাঁকিয়েছেন তিনি। তিন অঙ্কে তিনি পৌঁছে গেছেন ৪৩ বলে। আর তাতেই অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির কীর্তি গড়ে ফেলেন ইংলিস। শেষমেশ তার এই ইনিংস থামে ১০৩ রানে, তা করতে তিনি খেলেছেন ৪৯ বল।
ইংলিসের অমন ইনিংসের পাশে অবশ্য গতকাল ম্লান হয়ে গিয়েছিলেন বাকিরা। শেষ দিকে টিম ডেভিড বাদে বাকি সবাই ছিলেন এক পাশ আগলে ইংলিসকে সমর্থন যোগানোর ভূমিকায়। তাই অমন ঝোড়ো সেঞ্চুরির পরও স্রেফ ১৯৬ রানই তুলতে পেরেছে অজিরা।
তবে তাদের জয়ের জন্য বুঝি সেটা যথেষ্টর চেয়েও বেশি কিছু ছিল। স্কটল্যান্ড যে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি! শুরু থেকেই দলটা ছিল এই রেসের বাইরে। ব্র্যান্ডন ম্যাকমালেনের ৫৯ রানের ইনিংসটা তাই স্রেফ দলের রানকে ভদ্রস্থ জায়গাতেই নিয়ে যেতে পেরেছে। অস্ট্রেলিয়া ৭০ রানের জয় পেয়ে গেছে অনায়াসেই।
আর তাতে ২-০ ব্যবধানে সিরিজটাও নিশ্চিত করে ফেলল দলটা। সিরিজের শেষ ম্যাচে আজ সন্ধ্যায় আবারও মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।