১৩ সেকেন্ডে গোল খেয়েও ফ্রান্সকে হারাল ইতালি
গ্যালারিতে তখনও দর্শকরা এসে ধাতস্থ হয়ে বসতেও পারেননি। তখনই ঘটনাটা ঘটে গেল। ব্র্যাডলি বারকোলা রেকর্ড গড়ে ফেললেন, ইতালির জালে বল জড়িয়ে দিলেন। ম্যাচের বয়স তখন মোটে ১৩ সেকেন্ড। তবে ইতালি এরপরই তাদের আসল খেলাটা দেখাল। ফ্রান্সের সে গোলের জবাব তো দিলই, ৩-১ গোলে জয়ও তুলে নিল।
পার্ক দেস প্রিন্সে গত রাতে ফ্রান্সের দ্রুততম গোলদাতা বনে যান বারকোলা। এর আগে এই রেকর্ডটা ছিল বের্নার্দ লাকোম্বের, তার গোলটা এসেছিল ৩৮ সেকেন্ডে। এই রেকর্ডটাও তিনি গড়েছিলেন ১৯৭৮ বিশ্বকাপে এই ইতালির বিপক্ষেই।
দুই গোলের মিল এখানেই শেষ নয়। সে গোলের ম্যাচেও ইতালিই জিতেছিল। তবে শেষমেশ স্কোরলাইনটা সেদিন ছিল ২-১। ইতালি গত রাতে গোল করল আরও একটা বেশি।
ইতালির প্রথম মিনিটে গোল হজম করা অবশ্য নতুন নয়। গেল ইউরো ২০২৪ এও আলবেনিয়ার বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল হজম করে বসেছিল। তবে দলটা সে ম্যাচেও জিতেছিল ২-১ ব্যবধানে। সে দুই ম্যাচের পুনরাবৃত্তি আবার দলটা দেখাল গত রাতে।
৩০ মিনিটে আসে প্রথম গোলটা। সান্দ্রো তোনালির কাছ থেকে বল পেয়ে ফেদেরিকো ডিমারকো দারুণ এক ভলিতে বল জড়ান ফ্রান্সের জালে। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ফ্রাতেসি গোল করেন মাতেও রেতেগির পাস থেকে।
৭৪ মিনিটে গিয়ামোকো রাসপাদোরির গোল ম্যাচের সব অনিশ্চয়তা দূর করে দেয়। আর তাতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।