ইসরায়েলকে উড়িয়ে দিল বেলজিয়াম
উয়েফা নেশন্স লিগের চতুর্থ আসরের শুরুটা ভালোভাবেই করল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার জোড়া গোলে বেলজিয়ানরা ইসরায়েলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে।
ম্যাচটা বেলজিয়ামের ‘হোম’ ম্যাচ হলেও ম্যাচটা আয়োজিত হয় হাঙ্গেরিতে। কারণ ব্রাসেলস ম্যাচটা আয়োজনে আপত্তি প্রকাশ করে। শহরটির ভাষ্য ছিল, ‘এমন উঁচু ঝুঁকির ম্যাচ আয়োজন করা আমাদের পক্ষে অসম্ভব’। একই সুরে কথা বলে বেলজিয়ামের অন্য শহরগুলোও। যার ফলে হাঙ্গেরির দেব্রেসেনে ম্যাচটা মাঠে গড়ায়।
মাঠের খেলায় ২১ মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। জেরেমি ডকুর পাস থেকে কেভিন ডি ব্রুইনা গোল করে বসেন। তবে ৩৬ মিনিটে ইসরায়েল ম্যাচে সমতা ফেরায় টিমোথি কাস্তানিয়ের ভুলে।
৪৮ মিনিটে অবশ্য আবারও ম্যাচে এগিয়ে যায় বেলজিয়াম। গোলটা করেন য়ুরি তিয়েলেমান্স। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডি ব্রুইনা। যার ফলে ম্যাচের সব অনিশ্চয়তাও দূর হয়ে যায়।
৪ মিনিট পর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়ে ছিলেন ডি ব্রুইনা। আরও একটা পেনাল্টি পায় বেলজিয়াম। তবে এবার পেনাল্টিটা তিনি ওপেন্দাকে দিয়ে দেন। সে পেনাল্টি থেকে গোল পাননি ওপেন্দা। তাই ব্যবধানটাও আর বাড়েনি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বেলজিয়ামকে।