চোটে বছরের বাকি সময় থেকে ছিটকে গেলেন উড 

চোটে বছরের বাকি সময় থেকে ছিটকে গেলেন উড 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ের সময় উরুতে চোট পান উড। এতে সতর্কতা হিসেবে সিরিজের বাকি সময় থেকে বিরতি নেন উড। তবে পরবর্তীতে জানা যায় উরু ছাড়াও উডের চোট আছে ডান কনুইয়ে এবং সেটি আরও গুরুতর। এতেই চলতি বছরের বাকি সময় থেকে ছিটকে গেলেন ইংলিশদের এই গতিদানব। 

জুলাইয়ের শেষের দিকে উডকে নিয়ে ইংলিশদের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, উডের পক্ষে টেস্ট ক্রিকেটে ঘণ্টায় ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার গতিতে বল ছোঁড়া সম্ভব। তবে স্টোকসে এমন কিছু দেখতে হলে আপাতত বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

অনাকাঙ্ক্ষিত এই চোটে বছরের বাকি সময়ে ছয়টি টেস্ট মিস করবেন উড। এই সময় পাকিস্তানের বিপক্ষে তিনটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। 

উরুর চোটের সঙ্গে কনুইয়ে অস্বস্তি লাগায় ওল্ড ট্রাফোর্ড টেস্টে পর স্ক্যান করান উড। সেখানেই ধরা পড়ে এই গুরুতর চোট। এবং নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এটিকে ‘একটি বাজে খবর’ আখ্যা দিয়ে বছরে বাকি সময় থেকে ছিটকে যাওয়ার খবরটা দেন উড নিজেই। 

হঠাতই এমন কিছুর জন্য বেশ হতাশই হয়েছেন উড। তবে আগামী বছরের শুরুতেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়ে রাখলেন এই ডানহাতি পেসার। এ নিয়ে সেই পোস্টে উড বলেন, ‘ফিটনেস নিয়ে বরাবরই অবিশ্বাস্যরকমের খেটেছি আমি, বাড়তি কাজ করেছি কোচ ও ফিজিওদের সঙ্গে। এসব কারণ এই চোট আরও বেশি হতাশাজনক। তবে ফাস্ট বোলারদের এসব মেনে নিতেই হয়। বছরের বাকি সময়টায় বিশ্রাম নেব, নিজেকে আবার তৈরি করব ও আশা করি, আগামী বছরের শুরুতে পুরো দমে আবার ফিরব।’ 

সম্পর্কিত খবর