পিসিবির কার্যক্রম যেন ‘সার্কাস’, কর্তারা যেন ‘জোকার’
বাংলাদেশের কাছে ঘরের মাঠে ধবলধোলাই হওয়া পাকিস্তান দলকে নিয়ে সমালোচনার ঝড় যেন কমছেই না। সম্প্রতি পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলী তো ফর্ম ফেরাতে বাবর আজমকে পরামর্শ দিলেন বিয়ে করে নেওয়ার। এবার আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার সরাসরি আঙুল তুললেন দেশটির ক্রিকেট বোর্ড, পিসিবির দিকে। তার কাছে পিসিবি কার্যক্রমকে যেন লাগছে সার্কাসের মতো এবং সেখানকার কর্তারা যেন জোকার।
পিসিবিকে নিয়ে করা এই মন্তব্যগুলো করেছেন দেশটির সাবেক পেসার ইয়াসির আরাফাত। তার এমন বিস্ফোরক মন্তব্য মূলত পিসিবির আসন্ন ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ আয়োজনকে নিয়ে।
সদ্যই বাংলাদেশের কাছে নিজেদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজে হোয়াইট হয়েছে পাকিস্তান। সামনে মাসে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে হারের সেই স্মৃতি মুছতে ইংলিশদের বিপক্ষে ভালো পারফর্ম অনেকটাই অপরিহার্য। তবে সেটির জন্য তো প্রয়োজন টেস্ট কেন্দ্রিক অনুশীলন। তবে ইংল্যান্ড সিরিজে আগে পিসিবি আয়োজন করছে ওয়ানডে টুর্নামেন্ট। এমন কিছুই মানতে পারছেন না ইয়াসির।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসির বলেন, ‘সামনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। আপনি এখন ওয়ানডের জন্য ক্রিকেটার নিয়ে আসছেন, ওয়ানডে খেলাচ্ছেন। সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেছে, খেলোয়াড়েরা দেড় বছর প্রথম শ্রেণির ম্যাচ খেলে না। আর ইংল্যান্ডের মতো বড় সিরিজের আগে আপনি খেলোয়াড়দের ওয়ানডে খেলাচ্ছেন। এটা আমার কাছে সার্কাস মনে হচ্ছে। এখানে যারা কাজ করে, তাদের জোকার মনে হয়। তাদের সিদ্ধান্তগুলো মনে হয় যেন কৌতুক।’
পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্যারিয়ারটা খুব একটা বড় করতে পারেননি ইয়াসির। তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৭ ম্যাচ, যার সবশেষটা খেলেছেন এক যুগ আগে।