ভারতের বিপক্ষে শান্তদের ধারাবাহিকতা ধরে রাখাটাই ‘বড় চ্যালেঞ্জ’
সদ্যই পাকিস্তানের মাঠের তাদের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে বেশ চাঙ্গাই আছে বাংলাদেশ দল। সামনেই এবার শান্তদের ভারত সফর। সেখানে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এমন দাপুটে জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে ভারতের বিপক্ষেও। তবে আসন্ন এই সফরের জন্য বড় চ্যালেঞ্জটা হতে যাচ্ছে ধারাবাহিকতা ধরে রাখা। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেহীন ফাহিম।
আগামীকাল থেকেই শুরু হওয়ার কথা ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ভারতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১৫ সেপ্টেম্বর। সেখানে সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর।
এই সিরিজকে সামনে রেখেই আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ। সুতরাং যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কিনা সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে।’
অবশ্য আগের চেয়ে এখন বাংলাদেশ দলকে ভারত বেশি সমীহ করবেও বলে জানান ফাহিম। পাকিস্তানের বিপক্ষে লিটন-মুশফিকের এমন পারফর্ম অবশ্য সেই ইঙ্গিতই দেয়। ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়ত যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে হয়ত দেখবে না।
এদিকে আসন্ন এই সফরের অনুশীলন শুরু করা নিয়ে ফাহিম বলেন, ‘৯ তারিখ থেকে পুরো দলের অনুশীলন হওয়ার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নিত সৃষ্টি করতে পারে। তবে চেষ্টা করব এর মধ্যে যাতে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া যায়।’