ভারতের বিপক্ষে ম্যাচে হুমকি প্রসঙ্গে যা জানাল বিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচে হুমকি প্রসঙ্গে যা জানাল বিসিবি

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ এবার শক্তিশালী ভারত। তাদেরই মাটিতে তারা কতটা বিধ্বংসী তা ইতিমধ্যেই বহুবার দেখেছে ক্রিকেট বিশ্ব। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

তবে এই সিরিজের আগে দেখা দিল নতুন এক শঙ্কা। সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচেই হামলা চালানর হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। যেটির ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন সফরকারী দলের খেলোয়াড় এবং পুরো ম্যানেজমেন্টই।

ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদন অনুসারে, এই হুমকির ফলে পরিবর্তিত হতে পারে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যুও। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে আসেনি বিসিসিআই।

আজ পুরো বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

অর্থাৎ ভারতের মাটিতে খেলতে গেলে টাইগার ক্রিকেটারদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতির শিকার হতে হবে না বলেই আশা করছেন বিসিবি পরিচালক। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই সেখানে খেলতে নামবে দল।

সম্পর্কিত খবর