পাকিস্তানের মাটিতেই হবে ইংল্যান্ড সিরিজ

  • নিউজরুম এডিটর
  • ০৯:৩৩ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৪

অক্টোবরে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড, এমনটা পূর্ব নির্ধারিতই ছিল। তবে ভেন্যু জটিলতার কারণে সিরিজটি পাকিস্তানের মাটি থেকে সরে যাওয়ার শঙ্কা দেখা গিয়েছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নির্ধারিত ভেন্যু এবং সময়েই মাঠে গড়াবে খেলা।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন শেষে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘কোনো টেস্টই দেশের বাইরে হবে না, মুলতান এবং রাওয়ালপিন্ডি সিরিজের ভেন্যু হিসেবে চূড়ান্ত। আমাদের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যোগাযোগ রয়েছে এবং তারাও সন্তুষ্ট। এর বাইরে কোনো ইস্যু নেই।’

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সেই প্রস্তুতি এখন থেকেই নিচ্ছে তারা। যার জন্য একাধিক ভেন্যু সংস্কারের কাজও চলছে।

এ প্রসঙ্গে পিসিবি প্রধান বলেছেন, ‘গাদ্দাফি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের কাজ ৩০ সেপ্টেম্বর শেষ হবে, প্রতি তিন সপ্তাহে হবে একটি করে ফ্লোরের কাজ। প্যাভিলিয়ন হবে স্টিলের আর মূল ভবনের কাজ ৩১ ডিসেম্বর নাগাদ শেষ হবে। স্টেডিয়ামের প্রবেশদ্বার হচ্ছে সম্পূর্ণ নতুন করে।’

অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দুটি টেস্টের তারিখ যথাক্রমে ১৫ এবং ২৪ অক্টোবর।

খেলার দুনিয়া | ফলো করুন :