ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয়ের ‘বিকল্প’ দেখছে না বাংলাদেশ
ভুটানের মাটিতে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানের সেই জয়ের ম্যাচে খুব একটা ছন্দে ছিলেন না মোরসালিন-তপুরা। তবে আট বছরের আগে সেই দুঃস্মৃতি ভুলে প্রতিশোধটা কার্যত নেওয়া হয়ে গেছে বাংলাদেশের। এবার তাই দ্বিতীয় ম্যাচেও জয়ের বিকল্প দেখছে না হাভিয়ের কাবরেরার দলটি। টানা দুটি জয় তুলে সফল ভুটান সফর শেষ করতে চায় বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে এই সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ আজ (রোববার) নামবে বাংলাদেশ। আগের ম্যাচের ভেন্যু থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আগের ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ। পুরো ম্যাচেই দল দুটি ছন্দহীন ফুটবল খেললেও ২০১৬ সালে এই মাঠেই ভুটানের কাছে ৩-১ ব্যবধানের হারের দুঃস্মৃতিটা অবশ্য ভোলাতে পেরেছেন সোহেল রানারা। প্রায় তিন মাস গত বৃহস্পতিবার কোনো ম্যাচ খেলল জামালরা। এদিকে ভুটানের এই মাঠে তো পুরো ৮ বছর পর। তাই তো ফুটবলারদের মধ্যে কিছুটা টেনশন কাজ করছিল বলে জানান ডিফেন্ডার তপু বর্মণ। তবে জয়ের মধ্য দিয়ে ফিরেছে আত্মবিশ্বাস এবং সেটি কাজে লাগিয়েই দ্বিতীয় ম্যাচটিও জিততে চায় বাংলাদেশ।
আজকের ম্যাচটি সামনে রেখে তপু বলেন, ‘সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল (বৃহস্পতিবারের ম্যাচে), প্রথম ম্যাচ, অনেক দিন পর খেলা, ভুটানের এ মাঠে আগের একটা অভিজ্ঞতা ছিল, যেটায় আমরা ভালো ফল করতে পারিনি। সেখান থেকে সব দুঃশ্চিন্তা দুর করে একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’