রানাতুঙ্গাকে বোর্ডপ্রধান করে নতুন কমিটি গঠন শ্রীলঙ্কার

  • নিউজরুম এডিটর
  • ০২:৫৩ পিএম | ০৬ নভেম্বর, ২০২৩

এবারের বিশ্বকাপ আসরে আশানুরূপ পারফরম্যান্স দেখা যায়নি লঙ্কান ক্রিকেটারদের থেকে। এজন্যে বোর্ডকেই দোষী বিবেচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সিদ্ধান্তে অর্জুনা রানাতুঙ্গেকে চেয়ারম্যান বানিয়ে এবার পুরো ক্রিকেট বোর্ড কমিটিকেই পরিবর্তন করে ফেলা হলো।

শ্রীলঙ্কার ১৯৯৬ এর বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন রানাতুঙ্গা। তাঁকে প্রধান করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ৭ সদস্যের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যবসায়ী হিশাম জামালদিন।

কাগজে-কলমে কিছুটা আশা বাকি থাকলেও বাস্তবিক অর্থে লঙ্কানদের এবারের বিশ্বকাপ আসরে সেমির আশা শেষ। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্স দেখানোতে ক্ষুব্ধ হয়েই ক্রীড়া মন্ত্রণালয় তাৎক্ষনিক এই সিদ্ধান্ত নিয়ে বসেছে। ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পরেই চলমান এই বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রণালয়।

আর্থিক বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল ক্রিকেট বোর্ডের, তার উপর এবারের আসরে বাজে পারফরম্যান্স। গত শুক্রবার (৩ নভেম্বর) ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়ে বলেছেন যে বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরের দিন শনিবারেই পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা।

খেলার দুনিয়া | ফলো করুন :