জামালের কাছে প্রীতি ম্যাচটাও যেন ‘ফাইনাল’  

জামালের কাছে প্রীতি ম্যাচটাও যেন ‘ফাইনাল’  

ফিফা র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বাংলাদেশ আছে ১৮৪তম অবস্থানে। তবে জামালদের এই মুহূর্তে প্রচেষ্টা পয়েন্ট বাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি করা। যেন আগামী বছরের মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা যায়। তার জন্য ভুটানের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ মোরসালিন-সোহেল রানাদের জন্য। যার মধ্যে প্রথম ম্যাচের জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচটিও জিততে যায় বাংলাদেশ। তাই তো প্রীতি ম্যাচকেও ফাইনালের তকমা দিলেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। 

ভুটানের বিপক্ষে সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আজকেই নামছে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে (প্রথম ম্যাচ জিতে), ৫০ শতাংশ এখনও বাকি আছে। আগামীকাল দলের জন্য এটা ফাইনাল। প্রথম ম্যাচ জিতেছি, আমরা আরও ৩ পয়েন্ট চাই; এটা বাংলাদেশ পেলে আমরা সবাই খুশি থাকব।’ 

তবে দ্বিতীয় ম্যাচেও ভুটানের সক্ষমতায় সতর্ক থাকার ইঙ্গিত দিলেন জামাল। ‘ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিন-চার জন খেলোয়াড় ওদের ছিল না, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’ 

এদিকে রাকিবের চোটের সবশেষ অবস্থা নিয়েও জানান জামাল। তাকে ছাড়াই সবশেষ দুই দিনে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। গতকালে এক্স-রে করানো হয়েছে রাকিবের। সেখানে কিছুটা স্বস্তির খবরই মিলেছে। 

রাকিব প্রসঙ্গে জামাল বলেন, ‘গতকাল তার (রাকিব) অ্যাঙ্কেলে এক্স-রে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই সে দলে ফিরবে।’

 

সম্পর্কিত খবর