ব্যাটে-বলে দাপট গ্রিনের, অজিদের কাছে হোয়াইটওয়াশ স্কটিশরা
সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে স্কটল্যান্ডের মাটিতে সিরিজটা আগেই জিতে রেখেছিল অস্ট্রেলিয়া। এবার পালা ছিল হোয়াইটওয়াশের এবং স্বাগতিকদের সুযোগ মান বাঁচানোর। তবে শেষ হাসিটাও হাসল অজিরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যামেরন গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যে সফরকারীরা জিতেছে ৬ উইকেটে। এতেই সিরিজটায় স্কটিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো মিচেল মার্শের দল।
ব্যাটে-বলে এদিন দারুণ পারফর্ম করেছেন গ্রিন। বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এদিকে ব্যাটিংয়ের অবদানটাও দলীয়ভাবে তারই বেশি। ৩৯ বলে করেছেন অপরাজিত ৬২ রান। এতে জিতেছেন ম্যাচসেরার খেতাবটিও।
এইডেনবার্গে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ৫৬ রান করেছেন তিন নামা ব্রেন্ডন ম্যাকমুলেন। আগের ম্যাচেও হয়ে হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
সেই লক্ষ্য তাড়ায় আগের ম্যাচের মতো এদিনও শুরুতে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ১৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। পরে মিডল অর্ডারে অধিনায়ক মার্শ, গ্রিন ও টিম ডেভিডের নৈপুণ্যে ১৬ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। গ্রিনের ৬২ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন মার্শ।
এদিকে চলমান ব্রিটিশ সফরে এবার অস্ট্রেলিয়ার গন্তব্য ইংল্যান্ড। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সেই সিরিজ শুরু আগামী বুধবার।