১৭ দফা দাবি নিয়ে বিসিবিতে ক্রিকেটাররা

১৭ দফা দাবি নিয়ে বিসিবিতে ক্রিকেটাররা

ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি, বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের বেতন, আম্পারিংয়ের মান উন্নয়নসহ মোট ১৬ দফা দাবি নিয়ে আজ ৬৪ জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা আজ উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। সরকার পতনের পর থেকেই ক্রীড়া অঙ্গনের নানা মহলে চলছে নানান আন্দোলন। সেই সূত্র এবার পৌঁছালো আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটেও।

ক্রিকেটারদের ১৭ দফার প্রথম দফাটি হলো, প্রতি বছরের ঘরোয়া ক্রিকেটে লিগের সময়সূচি প্রকাশ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াতে হবে। মূলত ঘরোয়া ক্রিকেটে একটা নির্দিষ্ট টাইম-টেবিল চান ক্রিকেটাররা।

এদিকে একটি দফার মধ্যে ক্রিকেটাররা এনেছে বিভাগীয় পর্যায়ের ক্রিকেটারদের বেতন বিষয়ক দাবি। তাদের মতে, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ থেকে সেরা ৩০ জো ক্রিকেটারদের নিয়ে তিন বিভাগেই সর্বমোট ৯০ জন ক্রিকেটারকে বেতনভুক্ত করতে হবে, এক বছরের জন্য।

ঘরোয়া ক্রিকেটে আম্পারিংয়ের সমস্যা অনেক আগে থেকেই দেখা গেছে। এমন কিছুর প্রেক্ষিতে একাধিকবার মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটার। সেই ইস্যুটিও সামনে এনেছে ক্রিকেটাররা।

অবশ্য খালি হাতে ফেরত যেতে হয়নি ক্রিকেটারদের। তাদের আশার বাণী শোনালেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড কী করলে আমার লাভ হবে বা তোমার লাভ হবে, সেটা নয়…কী করলে ক্রিকেটের লাভ হবে, এখন সেটা দেখা দরকার। সেটার জন্য যা যা করা দরকার, ক্রিকেট বোর্ড সামর্থ্য অনুযায়ী সেই জিনিসটা করবে।’

সম্পর্কিত খবর