গোলশূন্য ড্র থেকেই বিরতিতে গেল বাংলাদেশ

গোলশূন্য ড্র থেকেই বিরতিতে গেল বাংলাদেশ

ভুটানের মাটিতে দুটি প্রীতি ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে সেই জয়ের ম্যাচে খুব একটা ছন্দে ছিলেন না মোরসালিন-তপুরা। তবে আট বছরের আগে সেই দুঃস্মৃতি ভুলে প্রতিশোধটা কার্যত নেওয়া হয়ে গেছে বাংলাদেশের। এবার তাই দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি শুরু হয়েছিল সন্ধ্যা ৬ টায়, যেখানে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করল দুই দল।

আজকের ম্যাচটি সামনে রেখে তপু বলেছিলেন, ‘ভুটানের এ মাঠে আগের একটা অভিজ্ঞতা ছিল, যেটায় আমরা ভালো ফল করতে পারিনি। সেখান থেকে সব দুঃশ্চিন্তা দুর করে একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’

আজ আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছিলেন মোরসালিন-জামালরা। তবে একাধিক গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। অপরদিকে স্বাগতিকরাও বেশ কয়েকবার আক্রমণে এলেও বল জালে জড়াতে পারেননি। তাই ০-০ থেকেই প্রথমার্ধ শেষ করল দু'দল। 

সম্পর্কিত খবর