যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে: নাকভী
একের পর এক বাজে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি টানা চার ম্যাচ হেরে নাকানিচুবানি। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। তার ওপর নবাগত আমেরিকার বিপক্ষে হার। নিয়মিতই ভারতের নাকানিচুবানি খেয়ে হার।
এতোকিছুর মাঝেও ক্যাপ্টেন্সি মিউজিক চেয়ার খেলা তো ছিলোই। ক্যাপ্টেন নিজেও জানেন না তিনি পরের সিরিজে কিংবা পরের ম্যাচে টস করছেন কিনা। এসবের সাথে এবার যোগ হলো বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা। সমালোচিত পিসিবি এবং ক্রিকেট দল।
এর আগে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন এনে সমালোচিত হয়ে শিক্ষা পেয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী। এবার জানিয়ে দিলেন। এসবের মধ্যে আর তিনি নেই।
‘ক্যাপ্টেন্সিতে পরিবর্তনের বিষয়টি আমি নির্বাচক ও কোচদের হাতে ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর থেকে আমাদের একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’’
দল যেমন হোক, যারাই নির্বাচন করুক কিংবা অধিনায়ক যিনিই হন না কেনো দল খারাপ করলে দায় পিসিবি বসের কাঁধেই আসবে এবং সেটা ভেবেই মানসিকভাবে প্রস্তুত আছেন নাকভী।
‘আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়, এসবের দায় আমার ওপরই পড়বে।’
এর আগে শাহীন আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে টি-টোয়েন্টি অধিনায়ক করায় বেশ সমালোচিত হয়েছিলেন মহসীন। বিশ্বকাপে দলের ভরাডুবিতেও কথা শুনতে হয়েছিলো বেশ।