বেশি টেস্ট খেলতে আফগানদের প্রয়োজন ‘নিজেদের একটি ভালো মাঠ’

বেশি টেস্ট খেলতে আফগানদের প্রয়োজন ‘নিজেদের একটি ভালো মাঠ’

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত কেবল ৯টি টেস্ট খেলেছে আফগানিস্তান। যার মধ্যে একের অধিক ম্যাচে সিরিজ তারা খেলেছে স্রেফ জিম্বাবুয়ের বিপক্ষে। এতেই ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এই ফরম্যাটে তাদের আরও বেশি ম্যাচের দাবিটা আরও আগে থেকেই। এবার সেই সঙ্গে টেস্টগুলো খেলতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় না গিয়ে ভারতে নিজেদের একটি ভালো মাঠ চাইলেন আফগান ব্যাটার হাশমতউল্লাহ শহীদি। কেননা এখনো তারা নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন না।

এখন পর্যন্ত ভারতের দেরাদুন, লক্ষ্ণৌ, আবু ধাবিতে নিজেদের হোম ভেন্যু হিসেবে টেস্ট খেলে আসছে আফগানরা। তবে শহীদির মতে একটি নির্দিষ্ট ভেন্যু টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের ভিত্তি শক্ত করতে অনেক সাহায্য করবে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে আফগানিস্তান। যেই ম্যাচটি হবে দিল্লির অদুরে, বৃহত্তর নয়ডায়।

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শহীদি বলেন, ‘আপনি দেখেন আমরা স্বাগতিক হিসেবে কোনো টেস্ট খেললে সেটা ভারতে খেলি। যেখানে আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে বিপক্ষ দলের। এতেই আমরা আশা করছি আমরা ভারতে একটি ভালো ভেন্যু পাব এবং আমরা সেটিকে কেন্দ্র করেই ম্যাচগুলো খেলব। আমাদের যদি নিদিষ্ট ভেন্যু থাকে তাহলে বিষয়গুলো আমাদের জন্য আরও কার্যকর হবে।’

এদিকে আরও বেশি টেস্টের সুযোগ পাওয়ার আশাটাও ব্যক্ত করলেন শহীদি। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ছয় বছরে, নয়টি খেলা নয়,এটাকে অনেক বলা যায় না। আমরা যদি ভালো দলগুলোর সঙ্গে আরও অনেক বেশি সুযোগ পাই, আমরা তখন আরও উন্নতি করব এবং আমাদের ক্রিকেট বোর্ড সেই কাজটি করছে।’

সম্পর্কিত খবর