ফিনালিসিমা নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ
গত ১৫ জুলাই কোপা আমেরিকা টানা দ্বিতীয় বারের মতো জিতেছে আর্জেন্টিনা। এরপর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে লা ফিনালিসিমা নিয়ে। এবার এ বিষয়ে মুখ খুললেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও।
তবে তিনি যা বললেন, তার সারমর্ম হচ্ছে, ঠাসবুনটের সূচির কারণে আগামী বছর এই ট্রফির লড়াই না হওয়ার শঙ্কাই বেশি। তিনি বলেন, ‘আমি জানি না এটা আদৌ খেলা হবে কি না। আগামী বছর খেলাটা কঠিন হবে। কারণ আমি যা জানি, খেলার সূচি, বিশেষ করে স্পেনের সূচিগুলো বেশ ঠাসা। তারা আগামী বছরের নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। আগামী বছর সেটার সম্ভাবনা আমি দেখছি না।’
২০২৫ সালে ফিনালিসিমার সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না স্কালোনি। তিনি বলেন, ‘আমরা দেখব তারা কোনো ফাঁকা সূচি খুঁজে পায় কি না। কারণ দুটো ম্যাচের মাঝে খেলার সুযোগ আমি দেখছি না। তবে এটা এখনও অনেক দূরের বিষয়। এ নিয়ে তেমন ভাবছি না আমি। আমার কাছে এখন পর্যন্ত এই তথ্যই আছে। এরপর আমরা দেখব কী হয়।’
ঠাসা সূচি তো আছেই, ভেন্যু নিয়েও আছে আলাপ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় খেলাটা হোক এস্তাদিও মনিউমেন্তালে। তবে পরিস্থিতি দেখে বুঝা যাচ্ছে, ভেন্যু কোনোভাবেই যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বাইরে নেওয়া সম্ভব নয়। যদিও দিনক্ষণ ঠিক করার আগে ভেন্যু ঠিক করাটাও অসম্ভব। আগের বারের ভেন্যু ইংল্যান্ডের ওয়েম্বলিতে ছিল। সে হিসেবে এবার ভেন্যুটা আমেরিকায় হওয়ার সম্ভাবনা আছে, জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। সে কারণে শেষ কোপা আমেরিকা আর আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র এই দৌড়ে এগিয়ে আছে। তবে ইউরোপের কোনো ভেন্যুতে ম্যাচটা আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে তার আগে ম্যাচটা কবে আয়োজিত হবে, তা ঠিক করতে হবে উয়েফা ও কনমেবলকে। দুই মহাদেশীয় সংস্থা ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। সে কারণেই আগামী বিশ্বকাপের আগে এই ম্যাচটা আয়োজনের সম্ভাবনাটা মিলিয়ে যায়নি। এর আগে শোনা যাচ্ছিল ২০২৫ সালের জুন কিংবা জুলাই মাসে এই ম্যাচ মাঠে গড়াতে পারে। ঠাসবুনটের সূচির কারণে তা সম্ভব না হলে ম্যাচটা ২০২৬ সালের মার্চ মাসেও আয়োজনের উদ্যোগ নিতে পারে দুই সংস্থা।