ভারত সিরিজ নিয়ে যা বললেন মিরাজ

ভারত সিরিজ নিয়ে যা বললেন মিরাজ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য রবিবার রাতে দল ঘোষণা করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে কোনো ঝুঁকি নিতে চায়নি স্বাগতিক ভারত, তাই নিজেদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে তারা।

অপরদিকে কয়েকদিনের বিশ্রাম শেষে অনুশীলনে নেমেছেন টাইগার ক্রিকেটাররাও। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লাল বলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দলের বেশিরভাগ সদস্যই। আজ (সোমবার) অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে মিরাজ কথা বলেছেন, যেখানে তিনি জানিয়েছেন আসন্ন সিরিজ সম্পর্কে তার ভাবনা।

‘দেখলাম যে গতকালকে ইন্ডিয়া টিম ঘোষণা করেছে। অবশ্য প্রত্যেকটা সিরিজ চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যেহেতু আমরা সর্বশেষ পাকিস্তানে ভালো করে এসেছি। বেশি গ্যাপ নেই, আশা করি যে আমরা যে পারফর্ম করেছি সবাই, যে ফর্মে আছে সবাই। যদি এভাবে পারফর্ম করতে পারে তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়।’

ভারতের ১৬ সদস্যের দলে অভিজ্ঞদের পাশাপাশি আছেন তরুণ দুর্দান্ত ক্রিকেটাররাও। ব্যাটিং-বোলিং বিভাগ মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ভারত।

অন্য দুই ফরম্যাটের থেকেও টেস্ট ক্রিকেটটা একটু বেশি কঠিন, এমনটাই বলেছেন মিরাজ। তাও যদি সেটি হয় ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে, তাহলে চ্যালেঞ্জটা আরও বেশি।

‘টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেশন , প্রত্যেকটা বল এবং ওভার, সবটাই চ্যালেঞ্জ থাকে। অবশ্যই ভারত অনেক বড় টিম। তাদের বোলার অনেক ভালো, ব্যাটসম্যানরা অনেক ভালো এবং ওদের যে উইকেটটা থাকে আমরা আগেও ওখানে টেস্ট ম্যাচ খেলেছি। আমাদের অভিজ্ঞতা রয়েছে ওখানে উইকেট কি রকম হবে।’

সম্পর্কিত খবর