টি-টেন লিগে ডাক পেলেন বিজয়
কয়েকদিন আগেই জিম আফ্রো টি-টেন লিগে সরাসরি দল পেয়েছিলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আসন্ন আসরে হারারে বোল্টসের খেলবেন তিনি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন টাইগার উইকেটকিপার ব্যাট্রা এনামুল হক বিজয়।
বুলাওয়ে ব্রেভস ড্রাফট থেকে বিজয়কে দলে টেনেছে। দলটির অধিনায়ক হিসেবে আছে অজি তারকা ডেভিড ওয়ার্নার। এছাড়াও দলে আছেন কার্লোস ব্রাথওয়েট, ওয়েলিংটন মাসাকাদজদের মতো তারকা ক্রিকেটাররাও।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে এনামুল ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন। এর আগেও টুর্নামেন্টটির প্রথম আসরে খেলেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ, তিনিও বুলাওয়ে ব্রেভসের হয়েই খেলেছেন। এছাড়া জোবার্গ বাফেলোজের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম।
হারারেতে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা। লিগটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর।