সারের হয়ে অভিষেকেই উইকেট পেলেন সাকিব

সারের হয়ে অভিষেকেই উইকেট পেলেন সাকিব

কাউন্টিতে এর আগেও খেলেছেন সাকিব আল হাসান। তবে সারের হয়ে আজই (সোমবার) অভিষেক হয়েছিল সাকিবের। সমারসেটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই উইকেট শিকার করেছেন এই টাইগার অলরাউন্ডার।

আজ সারের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন সাকিব। নেমেই বল হাতে দেখালেন নিজের জাদু। এখন পর্যন্ত ২৮ ওভার বোলিং করে ৭৯ রান খরচে একটি উইকেট তুলে নিয়েছেন তিনি।

ইনিংসের ৫৪তম ওভারের তৃতীয় বলে তিনি প্যেছেন নিজের প্রথম উইকেটটি। অফ স্ট্যাম্প লক্ষ্য করে তার ছোঁড়া বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন টম আবেল, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এদিন টসে জিতে শুরুটে ব্যাটিংয়ে নেমেছিল সমারসেট। প্রথম ইনিংসে ৬৬ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে তারা।

ভারতের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝের এই কয়েকদিন দলের বাকিরা মিরপুরে অনুশীলনে সময় পার করলেই সাকিব খেলছেন ইংল্যান্ডের মাটিতে।

সম্পর্কিত খবর