সারেতে অভিষেক দিনেই আলো ছড়ালেন সাকিব
গতকাল ইংলিশ কাউন্টির দল সারের হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। মাঠে নেমেই তিনি জাত চিনিয়েছেন নিজের। সমারসেটের বিপক্ষে তার দলের লড়াইয়ে বড় অবদানই রেখেছেন তিনি, তুলে নিয়েছেন ৪টি উইকেট।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে টন্টনে গতকাল টস হেরে ফিল্ডিংয়ে নামে তার দল সারে। তবে তবে শুরুটা ভালো হয়নি দলের। টম ব্যান্টনের সেঞ্চুরিতে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল সমারসেট। এক পর্যায়ে ৩০৫ রান তুলে ফেলেছিল ৫ উইকেট খুইয়ে।
তবে সাকিব আল হাসানের কল্যাণে শেষটা ঠিকঠাক করতে পারেনি সমারসেট। সাকিব গত রাতে বল করেছেন ৩৩.৫ ওভার। সারের করা ওভারের এক তৃতীয়াংশেরও বেশি। তবে ২২তম ওভার পর্যন্ত সাফল্যের দেখা পাননি তিনি।
২১.২ ওভারে টম অ্যাবেলকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন তিনি। এরপর একে একে আরও তিন উইকেট নিয়েছেন। সব মিলিয়ে তিনি ৩৩.৫ ওভারে ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই সমারসেট শেষ ১২ রানে ৫ উইকেট খুইয়ে ৩১৭ রানে অলআউট হয়েছে। তাতে সাকিবের দল দিনটা শেষ করেছে ফেভারিট হিসেবে।