সাকিবের সিদ্ধান্ত কি ‘স্পিরিট অফ দ্য গেমের’ সাংঘর্ষিক
অ্যাঞ্জেলা ম্যাথিউজ দ্য রেকর্ড হোল্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বার টাইমড আউট হলেন এই লঙ্কান। যেখানে জুড়ে গেলো বাংলাদেশের নাম। এমসিসির নিয়মানুযায়ী ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথিউজ দ্য রেকর্ড হোল্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইমড আউট হলেন এই লঙ্কান।
যেখানে জুড়ে গেলো বাংলাদেশের নাম। এমসিসির নিয়মানুযায়ী ব্যাটার আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে উইকেটে প্রস্তুত থাকতে হবে বল মোকাবেলার জন্য। অন্যদিকে বিশ্বকাপের নিয়ামানুযায়ী সেটা দুই মিনিট।
সাকিবের বলে সামারাবিক্রমা আউট হয়ে মাঠ ছাড়ার পর ম্যাথিউজ মাঠে আসেন ঠিকই। কিন্তু উইকেটে এসে প্রথম বল খেলার আগে হেলমেটে হাত দেন। দেখলেন থুতনির নিচে হেলমেটের যে স্ট্র্যাপ থাকে সেটা ছেড়া। তাই মাথা থেকে হেলমেট খুলে নতুন হেলমেটের জন্য ড্রেসিং রুমের দিকে ইশারা করেন তিনি। ড্রেসিং রুম থেকে দ্বাদশ ব্যক্তি হেলমেট নিয়ে মাঠে ম্যাথিসের এর দিকে ছুটে যান।
এরইমধ্যে সাকিব আম্পায়ারের কাছে ম্যাথিউসের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করেন। আম্পায়ার ঘড়ির কাঁটা দেখে ম্যাথিউসকে ডেকে বলেন তুমি টাইম আউট। মাঠের বাইরে চলে যাও। অবাক বিস্মিত হয়ে ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়েন। ম্যাথিউস বাংলাদেশ অধিনায়ক সাকিবের কাছেও ছুটে যান। তাকে বোঝান তার সমস্যাটা কি ছিল।
সাকিব জানান সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। সাকিব তার আপিল প্রত্যাহার না করায় ম্যাথিউস টাইম আউট হয়ে রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন। ম্যাথিউজের এই আউট আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেই প্রথম।