সাকিবের পর মাশরাফির নামেও মামলা দায়ের
সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছিল বেশ কিছু দিন আগে। এবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামেও মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার কারণে মাশরাফি ও তার বাবা গোলাম মুর্তজাসহ আরও ৯০ জনের নামে এ মামলা করা হয়েছে।
১০ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেছেন নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। বিষয়টি জানিয়েছেন নড়াইল সদর পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, মাশরাফি ও তার বাবা আরও অনেকের সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে নড়াইলের রাস্তায় র্যালিতে উপস্থিত ছিলেন। ৪ আগস্টের ওই র্যালি থেকে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। রাসেল সেতুর কাছে শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে আগুয়ান শিক্ষার্থীদের মিছিলে এ হামলা করা হয়।
সে বিবৃতিতে আরও বলা হয়, সে মিছিলের ওপর গুলিবর্ষণ করা হয় র্যালি থেকে। যার ফলে অনেক আন্দোলনকারীই আহত হয়েছেন।
এর আগে গত ২২ আগস্ট গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় হত্যা মামলায় দায়ের হয়। সাকিবকে রাখা হয় মামলার আসামীর তালিকায় ২৮ নম্বরে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির অধিকাংশ নেতা-কর্মী ও সংসদ সদস্য পলাতক হয়ে আছেন। সাকিব আল হাসান গেল নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি এরপর আর দেশে আসেননি। এদিকে মাশরাফি বিন মুর্তজা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আছেন ঢাকাতেই।