বৃষ্টিতে ভেসে গেল নয়ডা টেস্টের তৃতীয় দিনও

বৃষ্টিতে ভেসে গেল নয়ডা টেস্টের তৃতীয় দিনও

একটা টেস্ট ম্যাচের সর্বোচ্চ কতোটুকু অংশ বৃষ্টিতে ভেসে যেতে পারে? পাঁচ দিনের একটা দিন হলেও তো খেলা মাঠে গড়াতে পারে, কিংবা তারও অংশ বিশেষ! 

বৃহত্তর নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে সে সম্ভাবনা দেখা যাচ্ছে না আদৌ। বৃষ্টির কারণে প্রথম দুই দিনের পর তৃতীয় দিনেও খেলা হচ্ছে না। খেলা তো দূর অস্ত, টসও তো হয়নি এখনও!

গত সোমবার মাঠে নামার কথা ছিল দুই দলের। সেদিন বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি দুই দল। গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়নি। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় আউটফিল্ড শুকানো সম্ভব হয়নি আদৌ। 

গতকাল আউটফিল্ড খুঁড়ে সেখানে কৃত্রিম ঘাস বিছিয়ে, বৈদ্যুতিক পাখা এনে আউটফিল্ড শুকানোর চেষ্টা করেছেন মাঠকর্মীরা। যেন আজ তৃতীয় দিনে অন্তত খেলাটা শুরু করা যায়।

তবে গতকাল রাতে আবারও বৃষ্টি নামে নয়ডার আকাশ ভেঙে। যার ফলে সকাল নাগাদ দেখা যায় পুরো মাঠ জলমগ্ন। এখানে আজও খেলা সম্ভব নয়। 

আগামী দুই দিনও খেলা হওয়া নিয়ে জেগেছে শঙ্কা। পানি নিষ্কাশন ব্যবস্থার যা পরিস্থিতি, তাতে তা সম্ভব না বলেই মনে হচ্ছে এখন। 

এই মাঠে আফগানিস্তান আগেও খেলেছে। বেশ কিছু সাদা বলের ম্যাচে এখানে খেলেছে ২০১৭ সাল থেকে। সে কারণে এই টেস্টের জন্যও আফগান বোর্ডের পছন্দ ছিল বৃহত্তর নয়ডাই। তবে বৃষ্টি তাদের সে সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এখন।

সম্পর্কিত খবর