বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক দিন ধরে পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সে পদটা ছেড়ে দিয়েছেন তিনি। আজ বুধবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন পদত্যাগ করেছেন কিছু দিন পরই। তার বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকেও পদত্যাগ করেন নাইমুর রহমান দুর্জয়। এবার সে বোর্ড থেকে খালেদ মাহমুদ সুজনও বিদায় নিলেন।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুমনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, খালেদ মাহমুদ সুজন নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তাদের আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধ রক্ষা করে ছেড়ে দেন বিসিবি পরিচালকের পদটি। এনএসসি আরও এক পরিচালক সাজ্জাদুল আলম ববি নিজ পদ ছাড়েননি। 

এরপর এনএসসি তার মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক দেয় বিসিবিতে। তাদের জায়গাতে বিসিবিতে পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফারুক আহমেদ বিসিবি সভাপতি নির্বচিত হন। 

গেল মাসে এক বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক জানিয়েছিলেন, তানভীর আহমেদ টিটু পদত্যাগ করেছেন। এবার খালেদ মাহমুদ সুজনও সেই পথ ধরেই বিদায় নিলেন বিসিবি থেকে। তবে জানা যাচ্ছে, তিনি এই পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে।

সম্পর্কিত খবর