প্যারাগুয়ের কাছে হেরে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
যেন এক দুঃসময়ের বিশ্বকাপ বাছাইয়ের মৌসুম পার করছে ব্রাজিল। আট ম্যাচের মধ্যে হেরেছে চারটিতেই। এর মধ্যে সবশেষ আজকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল এবং বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যেই এই চতুর্থ হার। এতেই দলের ধারাবাহিক এমন বাজে পারফর্মের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে পয়েন্ট তালিকায় ব্রাজিলের অবস্থান পাঁচে। আট ম্যাচে মোট পয়েন্ট স্রেফ ১০। যা এই একবিংশ শতাব্দীর বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন কিছু হজম করতে ফুটবলার ছাড়াও সমর্থকদেরও যেন বেশ বেগ পেতে হচ্ছে। তাই তো ভিনিসিয়ুস হারের দায় স্বীকার করে নিলেন। সঙ্গে আশা জাগালেন ঘুরে দাঁড়ানোরও।
ভিনিসিয়ুস বলেন, ‘আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময় কাটছে, আমরা কেবল উন্নতি করতে চাই।’
তবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গেই বললেন ভিনিসিয়ুস। ‘এখন আমরা কী অবস্থায় আছি, তা বুঝতে পারছি। এই পরিস্থিতি থেকে আমরা ব্রাজিলকে যেকোনো মূল্যে বের করব। এখন আমাদের বাড়ি ফিরতে হবে এবং ভাবতে হবে, ভালো খেলার জন্য কী করতে হবে।’
এদিকে ক্লাবে বেশ ছন্দে থাকেলও জাতীয় দলের জার্সিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ভিনিসিয়ুস। এটাকে অবশ্য খুব একটা চিন্তার কারণ হিসেবে দেখছেন না এই ব্রজিলিয়ান তারকা ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং খুব দ্রুত আমি উন্নতি করতে চাই।’