হেড-ঝড়ে ইংলিশদের হারাল অস্ট্রেলিয়া

হেড-ঝড়ে ইংলিশদের হারাল অস্ট্রেলিয়া

স্কটল্যান্ড সিরিজ শেষে এবার অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে আছে। তবে সেখানেও তাদের খেলার ধরন বদলায়নি একটুও। ট্র্যাভিস হেডের ঝড় দিয়ে শুরু, এরপর শেষটা হচ্ছে হাসিমুখে, জয় নিয়ে। এবার ইংল্যান্ডকেও ওই একই ফর্মুলা মেনে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া।

রোজ বোলে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেডের সঙ্গী বদলে গিয়েছিল। ফর্মহীন জেক ফ্রেজার ম্যাকগার্ককে সরিয়ে আনা হয়েছিল ম্যাথিউ শর্টকে। দু’জন মিলে ৮৬ রান যোগ করেছেন প্রথম ছয় ওভারে। তার মধ্যে স্যাম কারানের করা পঞ্চম ওভারে হেড তুলেছিলেন ৩০ রান। এরপর তিনি থেমেছেন ২৩ বলে ৫৯ রান করে।

তবে সেই দারুণ শুরুটা অস্ট্রেলিয়া কাজে লাগাতে পারেনি শেষমেশ। অস্ট্রেলিয়া ১৭৯ রান তুলেই অলআউট হয়ে গেল। ইংলিশ বোলাররা এরপর অজি ইনিংসের রাশ টেনে ধরেছিলেন। লিয়াম লিভিংস্টোন ২২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ ১টা উইকেট নিয়েছেন ২৩ রান খরচায়। জফরা আর্চার আর সাকিব মাহমুদ নিয়েছেন দুটো করে উইকেট। 

এমন লড়াইয়ের পর ইংলিশদের জেতারও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ইনিংস বিরতিতে। তবে তা ফিকে হয়ে যেতে শুরু করে পাওয়ারপ্লেতেই ৩ উইকেট খুইয়ে বসলে। তবে পঞ্চম উইকেট জুটিতে স্যাম কারান আর লিভিংস্টোনের ৫৪ রানের জুটি তাদের কিছুটা আশা দেয়। 

তবে দ্রুত তারা দুজনও ফিরে গেলে ইংলিশদের বোলারদের ওপর পরে দলের ব্যবধান কমানোর দায়িত্বটা। শেষমেশ ইংল্যান্ড অলআউট হয় ১৫১ রান তুলে। ২৮ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। 

সংক্ষিপ্ত স্কোর–
অস্ট্রেলিয়া ১৭৯ (১৯.৩ ওভার): হেড ৫৯(২৩), শর্ট ৪১(২৬); লিভিংস্টোন ৩-২২
ইংল্যান্ড ১৫১ (১৯.২ ওভার): লিভিংস্টোন ৩৭(২৭); অ্যাবট ৩-২৮, জ্যাম্পা ২-২০
ফলাফল– অস্ট্রেলিয়া ২৮ রানে জয়ী
সিরিজ– অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে

সম্পর্কিত খবর