অভিষেকে ৩ উইকেট পেলেও খরুচে তানজিদ সাকিব
অবশেষে তানজিম সাকিবের বিশ্বকাপ অভিষেক। চরম হতাশাজনক পারফম্যান্স আর এতো এতো এক্সপেরিমেন্টের মাঝেও তানজিম সাকিব কেনো সুযোগ পাচ্ছেন না এটা নিয়ে কথাও হচ্ছিল বেশ। সবাইকে বাজিয়ে দেখা হলেও তাকে কেন হচ্ছে না সেই প্রশ্নের অবসান অবশেষে ঘটলো। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামলেন সিলেটের এই তরুণ।
বল হাতে তানজিদের শুরুটা হয়েছে দুর্দান্ত। আগ্রাসী ক্রিকেট খেলতে থাকা পাথুম নিশাঙ্কাকে নিজের প্রথম শিকার বানিয়েছেন এই তরুণ। এরপর অনেক রান খরচ করলেও শেষ দিকে তুলেছেন ম্যাচের সেরা পারফর্মার চারিথ আসালাঙ্কার উইকেট। আসালাঙ্কাকে ১০৮ রানে ফেরানোর পর কাসুন রাজিথাকে রানের খাতা খুলতে দেননি এই তরুণ। এদিন ১০ ওভার হাত ঘুরিয়ে ৮০ রান খরচ করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
বড় মঞ্চ অর্থাৎ এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু সাকিবের। সেখানে নিজেকে প্রমাণ করেছেন। নিউজিল্যান্ড সিরিজেও খারাপ করেননি। অবশেষে আরো বড় মঞ্চের শুরুটা হয়েই গেলো। টাইগার ভক্তদের প্রত্যাশা অনেক প্রথমের শুরু এখানে থেকেই করবেন এই পেসার।
দেশের ইতিহাসে যে কজন বিশ্বজয়ীর খেতাব পেয়েছেন তাদের মধ্যে 'তানজিম হাসান সাকিব' - এই নাম অন্যতম। বাংলাদেশের পাশে 'বিশ্ব চ্যাম্পিয়ন' ট্যাগ যুক্ত করতে তার অবদান অনেক বেশি। নিঃসন্দেহে জীবনের সেরা বছরটাই পার করছেন। বলা যায় স্বপ্নের মতো। মাস কয়েক আগেও জাতীয় দলের আশেপাশেও ছিলেন না। সেখান থেকে সাকিব এখন বিশ্বকাপ ইতিহাসে নাম লেখানো এক ক্রিকেটারের নাম।
ক্রিকেটের প্রতি সাকিবের যে একাগ্রতা-ডেডিকেশন-পরিশ্রম-আত্মনিবেদন সেটাই তাকে এমন দিন এনে দিয়েছে। ডোনাল্ডের পেস ব্যাটেলিয়নের একজন বানিয়েছে তাকে।