প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রিকেটাররা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রিকেটাররা

পাকিস্তানের মাটিতে তাদেরকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পরই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনকলে অভিনন্দন ও তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার তার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দেখা করেছেন তিনি। 

প্রধান উপদেষ্টা জানান, পাকিস্তানের মাটিতে এই অর্জন ঐতিহাসিক। সারা দেশের মানুষকেও গর্বিত করেছে এমন অর্জন। তিনি বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার, সঙ্গে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানানোর অপেক্ষায় ছিলাম।’

তিনি আরও জানান, খেলোয়াড়দের কাছে শক্তি আছে পুরো জাতিকে এক সুতোয় গাঁথার। তিনি সেখানে প্যারিস অলিম্পিকে তার কাজের কথাও উল্লেখ করেন। সবশেষ এই আসরে তিনি উপদেষ্টা ছিলেন, সঙ্গে এর দূত হিসেবেও কাজ করেছেন। তিনি জানান, প্রায় একই ধরনের ভূমিকায় ২০২৬ সালে ইতালিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। 

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন দলের সঙ্গে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য দলকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘এখানে আসতে পেরে সবাই অনেক খুশি। এটা আমাদের সত্যিই অনেক অনুপ্রেরণা যোগাবে।’ শান্ত জানান প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফ পাকিস্তানের মাটিতে দলের এই সাফল্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং ভবিষ্যতেও এমন পারফর্ম্যান্স ধরে রাখার অঙ্গীকার করেন তিনি।

এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। এমন কঠিন সময়ে এমন সাফল্য অর্জনের কারণে দলের বেশ প্রশংসা করেন তিনি। 

 

সম্পর্কিত খবর