শান্তদের পাকিস্তান সিরিজ জয়কে ঐতিহাসিক বললেন প্রধান উপদেষ্টা 

শান্তদের পাকিস্তান সিরিজ জয়কে ঐতিহাসিক বললেন প্রধান উপদেষ্টা 

পাকিস্তান সফরে বাংলাদেশ যে এমন কিছুই করে দেখিয়েছে। যার রেশ রয়েছে এখনো। সেখানে মুশফিক-লিটনদের পারফর্ম দেখে তো নড়েচড়ে বসেছে ভারত। তাই তো বাংলাদেশকে আতিথেয়তা দিতে পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করে বিসিসিআই। এক সিরিজের নাজমুল হোসেন শান্তর দলের ‘ইমপ্যাক্ট’ যেন এতোটাই বেশি। এবার পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের এমন সাফল্যের জন্য পুরো দলকে সংবর্ধনা দিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শান্ত-সাকিবদের এমন সাফল্যকে ‘ঐতিহাসিক’ তকমা দিলেন তিনি। 

আজ (বৃহস্পতিবার) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পাকিস্তান সফরের বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে তাদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। শান্ত-মুশফিকদের এমন অর্জনে পুরো জাতি গর্বিত বলেও জানান প্রধান উপদেষ্টা। 

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজ জয়ের পরপরই শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এবার সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন, দলের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন তিনি। 

ড. ইউনূস বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার, সঙ্গে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানানোর অপেক্ষায় ছিলাম।’

সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব ছাড়া উপস্থিত ছিলেন দলের সবাই। সাকিব এই মুহূর্তে খেলছেন কাউন্টিতে। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সম্পর্কিত খবর