কাউন্টিতে এবার সাকিবের ফাইফার
১৩ বছর পর সারের হয়ে ইংল্যান্ডের কাউন্টিতে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের গল্পটা হলো দারুণ। ব্যাট হাতে মলিন থাকলেও তার স্পিন জাদুতে ধরাশায়ী প্রতিপক্ষে সমারসেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন সাকিব। এবার দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ফাইফার। এতেই সহজ জয়ের দিকেই এগোচ্ছে তার দল।
প্রথম ইনিংসে বোলিংটা ঠিক যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় ইনিংসে কার্যত ঠিক সেখান থেকেই শুরু করেন সাকিব। সমারসেটের প্রথম ইনিংসের একদম শেষ উইকেট তুলেছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটও তার ঝুলিতেই। পরে নিয়েছেন আরও চার উইকেট এবং মজার বিষয় দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটও তুলেছেন সাকিব।
দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার ৩ বলে ৯৬ রান খরচে ৫ উইকেট নেন এই দেশসেরা অলরাউন্ডার। এতেই সমারসেট গুটিয়ে যায় ২২৪ রান। জয়ের জন্য তাই ম্যাচের শেষদিনে ২২১ রানের লক্ষ্যে ব্যাট করছে সারে।
সারের বিপক্ষে ৯ সেপ্টেম্বর শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে সমারসেট। দলীয় সর্বোচ্চ ১৩২ রান করেছেন টম ব্যান্টন। সেখানে ৩৩ ওভার ৫ বলে ৯৭ রান খরচে সারের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সাকিবেরই।
পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সারের সংগ্রহ ৩২১ রান। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে রায়ান প্যাটেল, বেন গেদেস ও টম কারানের ফিফটিতে লিড পায় সারে। সেখানে ছয়ে নেমে বোলার জ্যাক লিচের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ২৪ বলে ১২ রানে ইনিংসে কেবল একটি চার মেরেছেন এই দেশসেরা অলরাউন্ডার।