প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন শরিফুল 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন শরিফুল 

পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পরপরই জানা গিয়েছিল বাংলাদেশ দল দেশে ফিরলেই তাদের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা, দেবেন সংবর্ধনাও। সেটিরই সূত্র ধরে আজ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান নাজমুল হোসেন শান্তর দল। 

আজ দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হন সাকিব বাদে পাকিস্তান সফরের সকল ক্রিকেটাররা। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পেরে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। এমনকি আশা ব্যক্ত করলেন ড. ইউনূসের হাত ধরে দেশের ক্রিকেটের দূরদর্শিতার। 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তাঁর সঙ্গে স্থির ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন শরিফুল। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন খেলা প্রেমী মানুষ। ইনশাআল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন।’

এদিকে পাকিস্তান সফরে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় ভারত সফরে শরিফুলকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তার জায়গায় টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটারের এখনো অভিষেক হয়নি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে।

সম্পর্কিত খবর